কুসুমগন্ধী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২২-১০-২২ ইং।
***********************************
দুর্বার যুদ্ধ করো, মুক্তির দিন আনো
হে মুক্তি যোদ্ধা তুমি নির্বার কেন ?
এ বসূধায় শান্তির পতাকা তুলো
অন্ধকার দূর করে এনে দাও আলো।
তুমি চন্দ্র ! তুমি সূর্য্! তুমি অনিদ্রায়
স্বপ্নের ঘোরে তুমি জাগ্রত অমানিশায়!
আজিকার পৃথিবী গোলা বরুদের দ্বন্দ্ব !
ক্ষমতার পরিচর্যায় মানুষের প্রাণেরা অন্ধ !
তুমি খুলে দাও আঁখি, খুলে দাও প্রাণ
তুমি গেয়ে যাও চির সম্প্রীতির গান।
হে যোদ্ধা প্রাণের গভীরে দাও দোলা
জাগায়ে তুল মানব প্রেম নশ্বর ভেলা ।
তুমি বঞ্চিত পৃথিবীর নিশীথ কুসুমগন্ধী
তুমি ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও
শত বাতিল প্রাণের দুরভিসন্ধি ।
-------------------------------
Regards,
ayaan | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment