"প্রিয় কাশ্মীরকে নিয়ে ঈদের গান"
আমার ঘরে ঈদ এনে দাও!
মাহদী হাসান ফরাজী
আমার ঘরে ঈদ আসেনি, আমি যে কাশ্মীর
আমার ঘরে সুখ হাসেনি, হয়েছে লাশনীড়
আমার স্বরে বিদ্রোহী গান, পায়েতে জিঞ্জির
আমার স্বরে বিপ্লবী প্রাণ, তুলেছি শমশির।
হয় শরিয়ত শুনো নয় শাহাদাত...
নিলাম শপথ যেন পাই সা'আদাত...
তোমরা বলো 'ঈদ মোবারক', আমরা রণে যাই
তোমরা করো কুরবানী আর আমরা হই জবাই
তোমরা ঈদে পেট পুরে খাও, আমরা উপোস ভাই
তোমরা বিলাও ঈদ সেলামী, আমরা রক্ত হায়..
তাই, বিন কাসিমের পথ চেয়ে ক্ষণ প্রহরে অধীর
আমার ঘরে ঈদ এনে দাও! আমি যে কাশ্মীর...।
ঐ
আমার ঘরে ঈদ আসিবে স্বাধীন হলে দেশ
দেখবে তখন আনন্দ ক্ষণ সুখের ছোঁয়া বেশ
হাসবে যুবক বৃদ্ধ শিশু, দুঃখ হবে শেষ
'ঈদ মোবারক' বলব হেসে, করব সালাম পেশ..
এই আশাতেই পথ চেয়ে রই, আসবে কি ফের বীর
আমার ঘরে ঈদ এনে দাও! আমি যে কাশ্মীর...।
ঐ
সমাপ্ত
তাং- 10/8/19 ইং
8/12/40 হি.
শনিবার সন্ধ্যা 6.35 মিনিট।
Regards,
মাহদী হাসান ফরাজী | mahdihasanforazi1997@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
আমার ঘরে ঈদ এনে দাও!
মাহদী হাসান ফরাজী
আমার ঘরে ঈদ আসেনি, আমি যে কাশ্মীর
আমার ঘরে সুখ হাসেনি, হয়েছে লাশনীড়
আমার স্বরে বিদ্রোহী গান, পায়েতে জিঞ্জির
আমার স্বরে বিপ্লবী প্রাণ, তুলেছি শমশির।
হয় শরিয়ত শুনো নয় শাহাদাত...
নিলাম শপথ যেন পাই সা'আদাত...
তোমরা বলো 'ঈদ মোবারক', আমরা রণে যাই
তোমরা করো কুরবানী আর আমরা হই জবাই
তোমরা ঈদে পেট পুরে খাও, আমরা উপোস ভাই
তোমরা বিলাও ঈদ সেলামী, আমরা রক্ত হায়..
তাই, বিন কাসিমের পথ চেয়ে ক্ষণ প্রহরে অধীর
আমার ঘরে ঈদ এনে দাও! আমি যে কাশ্মীর...।
ঐ
আমার ঘরে ঈদ আসিবে স্বাধীন হলে দেশ
দেখবে তখন আনন্দ ক্ষণ সুখের ছোঁয়া বেশ
হাসবে যুবক বৃদ্ধ শিশু, দুঃখ হবে শেষ
'ঈদ মোবারক' বলব হেসে, করব সালাম পেশ..
এই আশাতেই পথ চেয়ে রই, আসবে কি ফের বীর
আমার ঘরে ঈদ এনে দাও! আমি যে কাশ্মীর...।
ঐ
সমাপ্ত
তাং- 10/8/19 ইং
8/12/40 হি.
শনিবার সন্ধ্যা 6.35 মিনিট।
Regards,
মাহদী হাসান ফরাজী | mahdihasanforazi1997@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
অসাধারণ
ReplyDelete