বয় ফ্রেন্ড
-------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
************************
ইদানিং খুব শুনি ঘরে ঘরে,ফ্রি মাইন্ডের গান
আধুনিকতা বলছে তারে একে অপরের প্রাণ ।
স্কুল কলেজ ভার্সিটির ধারে
পথে ঘাটে ঝোপ ঝাড়ে
যুবক-যুবতী হাত ধরে
জেগে তুলে কোন তুফান ?
এক নিলর্জ্জ অবাদ মেলামেশা তরণী-তরুণ!
যুবক নাকি বয় ফ্রেন্ড! সে নাকি দেহ প্রাণের আলো !
খবর রাখে না কেউ এ আধুনিকতা কত কালো !
বয় ফ্রেন্ডের এই অভিসার,
এক আত্ত্বহত্যার ডাক তোমার
ইহ-পর হল অন্ধকার !
তবু তরুনী জড়ালো-
বয় ফ্রেন্ড কেড়ে নিলো, যুবতীর ধন কেড়ে নিলো-
কিসের এতো অবাদ মেলা মেশা- তুমিই বলো ?
যে বন্ধুত্ব তোমার দেহ প্রাণকে করে না সম্মান-
যে উম্মুক্ত আধুনিকতা তোমাকে দিল অবসান।
সে আবার বয় ফ্রেন্ড হয় কি করে ?
-----------------------------------------04-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
Regards,
aminul | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment