আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

কবিতা: এই ছিল কি মোর অপরাধ

গল্প, কবিতা, উপন্যাস, অনুবাদ, রহস্য, বিজ্ঞান, ইতিহাস, গণিত, সাইকোলজি, হেলথ, মোটিভেশনাল ও বই রিভিউ লিখুন সাহিত্য কণিকায়।


এই ছিল কি মোর অপরাধ

তোমায় চিনতে পারিনি এতটুকু
শুধু চেষ্টা করেছি মাত্র।

আমি চাই নি তুমি আমার মত হও
কারন তুমি অনেক বড়
শুধু চেয়েছিলাম একসাথে হাঁটব পাশাপাশি

আমি চাই নি তুমি আমার হও
কারন আমি অযোগ্য
শুধু চেয়েছিলাম বৃষ্টিতে চা খাব একসাথে

আমি ছাড়া আমার আর কেউ নেই
ভেবেছিলাম তোমার পাগলামি দেখব
আর খুনসুটিতে মাতব খানিকক্ষণ

তুমি চলে গেলে অযোগ্য ছেড়ে যোগ্যের সন্ধানে..এটাই স্বাভাবিক
তোমার আশা যেন হয় পূরন

তবে খালি পায়ে আমি আর হাঁটি না...

No comments:

Post a Comment