( প্রতিবাদী কবি ও লেখক নবারুণ ভট্টাচার্যের
স্মৃতির স্মরণে লেখা একটি শ্রদ্ধার্ঘ্য ) :-
( এসো নবারুণ )
--পলাশ মন্ডল ।
ঊষার আকাশে আবির ছড়ায়ে
প্রতিদিন ওঠে রবি ।
আধো ঘুমচোখে চেয়ে দেখি তার
শান্ত মুখচ্ছবি ।
যে রবি ওঠেনা প্রতিদিন , ওঠে -
শত বছরের পরে ,
ওঠে কৃষক , মজুর , কুলি , ডোম আর
মুচি , মেথরের তরে ।
ওঠে সোনালী দিনের স্বপ্ন সাজায়ে
নির্যাতিতের তরে ।
ওঠে ক্ষুধার্ত আর রুগ্ন, পীড়িত
পথশিশুদের তরে ।
স্মরণ করি সে নবারুনে আজ
পরম শ্রদ্ধাভরে ।
এসো মহীরুহ, এসো মহাপ্রাণ ,
বারবার এসো ফিরে ;
কান্ডারী হতে এই পৃথিবীর
রক্তনদীর তীরে ।
এসো নবারুণ , জ্বালাও তোমার
আধপোড়া সিগারেট ।
দেশলাই হাতে রয়েছে দাঁড়ায়ে
ক্ষুধার্ত শত পেট ।
রাতের মোটরগাড়ি'রা এখনো
এই রাস্তায় ছোটে ।
থকথকে ঘিলুমাখা পথে আজও
রক্তগোলাপ ফোটে ।
তোমার বৃদ্ধ ভিখিরি এখনো
কাঁপে অভিমানে শীতে ।
কম্বল আর দয়ার চাদর
কেউ যে আসেনা দিতে ।
এই মৃত্যুর উপত্যকা যে
তোমারি আপন দেশ ।
ফিরে এসো তার প্রতি ঘরে ঘরে,
হয়নি যে কাজ শেষ ।
ম্যাচ-বাক্সের মানুষেরা আজও
মাথা ঠুকে মরে হায় ।
নিজেদেরই জ্বালা আগুনে এখনো
নিজেরাই জ্বলে যায় ।
পারো যদি কিছু পেট্রোল এনে
ঢালো সে চিতার কাঠে ।
পেট্রোল দিয়ে নেভানো আগুনে
যদি কেউ জেগে ওঠে ?!
তোমার শীর্ণ কাঁধে তুলে নাও
অর্ধমৃতের লাশ ।
দেখো দেখো , কাঁধে না ডোবে সূর্য
না থামে দীর্ঘশ্বাস ।
জীবনে যাদের নিত্য উপোস,
পেটেতে ক্ষুধার বোঝা ।
বারুদ কিছুটা পুরে দিও মুখে,
হররোজ যার রোজা ।
পাঁচতারা যত হোটেলে, কাফেতে
খাদ্যতালিকা ঘেটে
কুকুরেরা খায় আজও গরিবের
রক্ত মাংস চেটে ।
তার সাথে খায় এইড্স চুম্বন
ঘেয়ো কুকুরেরা রোজ ।
গরিবের গড়া ইমারতে বসে
কুকুরের মহাভোজ ।
শূন্য দুধের বোতলে যে আজ,
ভরে গেছে সারাদেশ ।
দোলনা এখনো দুলে চলে একা,
কোথা এ দোলার শেষ ?
লক্ষ শিশুর মৃত্যু দোলনা
দোলে আকাশের গায় ।
এ কোন সুখের মৃত্যু ? শিশুরা -
মরতেই শুধু চায় ?!
তোমার প্রাণের প্রেয়সী এখনো
আত্মহত্যা করে ।
বারে বারে এসে জীবন-বাঁশরী
শোনাও তাহারও তরে ।
ওগো নবারুণ, এসো যুগে যুগে,
এসো ঘরে ঘরে তুমি ।
এ মহাশ্মশান তোমা-ছাড়া আজও
প্রাণহীন প্রেতভূমি ।।
Regards,
Palash Mondal | palashmondalseven@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
স্মৃতির স্মরণে লেখা একটি শ্রদ্ধার্ঘ্য ) :-
( এসো নবারুণ )
--পলাশ মন্ডল ।
ঊষার আকাশে আবির ছড়ায়ে
প্রতিদিন ওঠে রবি ।
আধো ঘুমচোখে চেয়ে দেখি তার
শান্ত মুখচ্ছবি ।
যে রবি ওঠেনা প্রতিদিন , ওঠে -
শত বছরের পরে ,
ওঠে কৃষক , মজুর , কুলি , ডোম আর
মুচি , মেথরের তরে ।
ওঠে সোনালী দিনের স্বপ্ন সাজায়ে
নির্যাতিতের তরে ।
ওঠে ক্ষুধার্ত আর রুগ্ন, পীড়িত
পথশিশুদের তরে ।
স্মরণ করি সে নবারুনে আজ
পরম শ্রদ্ধাভরে ।
এসো মহীরুহ, এসো মহাপ্রাণ ,
বারবার এসো ফিরে ;
কান্ডারী হতে এই পৃথিবীর
রক্তনদীর তীরে ।
এসো নবারুণ , জ্বালাও তোমার
আধপোড়া সিগারেট ।
দেশলাই হাতে রয়েছে দাঁড়ায়ে
ক্ষুধার্ত শত পেট ।
রাতের মোটরগাড়ি'রা এখনো
এই রাস্তায় ছোটে ।
থকথকে ঘিলুমাখা পথে আজও
রক্তগোলাপ ফোটে ।
তোমার বৃদ্ধ ভিখিরি এখনো
কাঁপে অভিমানে শীতে ।
কম্বল আর দয়ার চাদর
কেউ যে আসেনা দিতে ।
এই মৃত্যুর উপত্যকা যে
তোমারি আপন দেশ ।
ফিরে এসো তার প্রতি ঘরে ঘরে,
হয়নি যে কাজ শেষ ।
ম্যাচ-বাক্সের মানুষেরা আজও
মাথা ঠুকে মরে হায় ।
নিজেদেরই জ্বালা আগুনে এখনো
নিজেরাই জ্বলে যায় ।
পারো যদি কিছু পেট্রোল এনে
ঢালো সে চিতার কাঠে ।
পেট্রোল দিয়ে নেভানো আগুনে
যদি কেউ জেগে ওঠে ?!
তোমার শীর্ণ কাঁধে তুলে নাও
অর্ধমৃতের লাশ ।
দেখো দেখো , কাঁধে না ডোবে সূর্য
না থামে দীর্ঘশ্বাস ।
জীবনে যাদের নিত্য উপোস,
পেটেতে ক্ষুধার বোঝা ।
বারুদ কিছুটা পুরে দিও মুখে,
হররোজ যার রোজা ।
পাঁচতারা যত হোটেলে, কাফেতে
খাদ্যতালিকা ঘেটে
কুকুরেরা খায় আজও গরিবের
রক্ত মাংস চেটে ।
তার সাথে খায় এইড্স চুম্বন
ঘেয়ো কুকুরেরা রোজ ।
গরিবের গড়া ইমারতে বসে
কুকুরের মহাভোজ ।
শূন্য দুধের বোতলে যে আজ,
ভরে গেছে সারাদেশ ।
দোলনা এখনো দুলে চলে একা,
কোথা এ দোলার শেষ ?
লক্ষ শিশুর মৃত্যু দোলনা
দোলে আকাশের গায় ।
এ কোন সুখের মৃত্যু ? শিশুরা -
মরতেই শুধু চায় ?!
তোমার প্রাণের প্রেয়সী এখনো
আত্মহত্যা করে ।
বারে বারে এসে জীবন-বাঁশরী
শোনাও তাহারও তরে ।
ওগো নবারুণ, এসো যুগে যুগে,
এসো ঘরে ঘরে তুমি ।
এ মহাশ্মশান তোমা-ছাড়া আজও
প্রাণহীন প্রেতভূমি ।।
Regards,
Palash Mondal | palashmondalseven@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment