আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

এ শুধু পিতাই জানে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ১৪-১১-২০২২ ইং
*******************
কিছু নাহি চায় এই ধূলিমাখা পান্থশালায়,
অতুল্য ভালাবসা দিয়ে যায় রক্ত ঘাম ঝরায় ।
তবু সে চায় প্রেমের ফুল ফুটুক
পুব দিগন্তে প্রভাতের আলো জাগুক।
রাত্রির পূর্ণিমার মতো হাসুক-
কাশ বনের শুভ্রতায়- এ মর্তলোক।

কত যে ধকল যায় এ রক্ত প্রবাহ দিয়ে-
তবু সে মাস্তুলে পাঞ্জেরী দেখে বিপুল উৎসবে
রক্ত ঝরা ঘামের উত্তাল প্রবাহে
ভালবাসার তরঙ্গ সফেন চির উজ্জ্বল।
এ শুধু পিতাই জানে !

কিছু নাহি চায় এই ধূলিমাখা পান্থশালায়,
অতুল্য ভালাবসা দিয়ে যায় রক্ত ঘাম ঝরায় ।
------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment