আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

বাংলার জনতা কাঁদে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-১১-২২ ইং।
*********************************
বাংলার জনতা কাঁদে বৈষম্য শিকারে,
এখন বাজারে আগুন, জনতা অর্ধ্হারে।
দুর্নীতির অগ্রাসনে ধমনীর জ্বলন্ত প্রলাপ
এ বুকে যেন আসন্ন দূর্ভিক্ষের অভিশাপ।

অবরুদ্ধ বুকে জনতার উম্মাদ তড়িৎ !
এক অসহনীয় জীবনের বিরহ সংগীত।
বাংলার নীল গগণে ধূসর -কালোছায়া
জুলম অত্যাচার শোষণ করেছ ধাওয়া।

নিয়ত মৃত্যুর ঝটিকা আনে মূর্ত্ শিহরণ-
এ যেন বাঙালির এক অদ্ভুদ-মরণ।
ধু- ধু করে জনতার মুক্তি- বঞ্চিতের হৃদয়
বাঙালির বুকে জাগে পরাজয়-মৃত্যুভয় !

বাংলার জনতা কাঁদে বৈষম্য শিকারে,
এখন বাজারে আগুন, জনতা অর্ধ্হারে।
---------------------------------------

Regards,
ayaan | aminul.mollah@yahoo.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment