আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

একুট স্পর্শ্ কর
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ০৭-১১-২০২২ ইং
*******************
শুধু তোমার জন্যে, শুধু তোমার জন্যে
হৃদয়ে ঝড় উঠেছে প্রত্যেক প্রবাহ
কি এক শুন্যতা ! অমৃতের স্পর্শ চায়
এখন গভীর রাত্রি, অন্ধকারময়
শরীরের প্রতিটি অঙ্গ পতঙ্গ রক্তময়।
প্রচন্ড ক্ষিপ্ত পুলকের প্রতিটি কারাগৃহ
উদ্দাম গতিতে শিহরণের বিদ্যুৎ-শিখা
একুট স্পর্শ্ কর জ্বালাময় তরঙ্গ
আমাকে শান্ত করে দাও প্রচন্ড বিষ্ময়ে
এ যুদ্ধ হউক স্বর্গিয়
যেখানে তুমি আর আমি—
প্রেমের বীজ অঙ্কুরিত করবো আপন হরষে।
সুখ হিংস্রতায় উঠব মেতে- অগ্নিময়
শুধু তোমার জন্যে, শুধু তোমার জন্যে
হৃদয়ে ঝড় উঠেছে প্রত্যেক প্রবাহ ---
-------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment