আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

তবুও ভুলে ভুলে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ০৯-১১-২০২২ ইং
*******************
জল –বায়ুর যুদ্ধে সাগরে ঢেউ খেলে,
আজ বায়ু আছে জল নেই- আগুন জ্বলে !

করেছি কি ভুল এই ধরণীর তলে ?
তবে কেন সাড়া নেই প্রাণ খুলে ?
হৃদয়ে হৃদয়ে যুদ্ধ যদি না থাকে
সেখানে ভালবাসা কি ছবি আঁকে !

তাই দিনের শেষে আগুন জ্বলে
ঢেউ খেলেনা সাগরের জল এসে।
জানি উত্তর দিবেনা কোন কৌতুহলে
শুধু অভিনয় ! শুধু ছলনার ছলে
হয়তো বলবে---

জানি না, ভালবাসাটাই ভুল ছিল বুঝি,
তবুও ভুলে ভুলে তোমাকে গিয়েছি খুঁজি।
আজ ঘুচাব এ ভুল নয়নের জলে
তুমুল ঢেউ খেলাব জল –বায়ুর অনলে।
-----------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment