আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

সু-শিক্ষাটা কোথায় ?
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ১০-১১-২০২২ ইং
*******************
-----------------------------------
উচ্চ শিক্ষিতে আজকাল গোলমাল ভারী,
অনেকের মাঝে তাই দেখি বাড়াবাড়ি ।
শিক্ষিত বটে সুশিক্ষিত নয় এ অন্তর
যত অনৈতিক মহরায় কাজ কারবার।
উচ্চ শিক্ষিতের পদবী লয়ে পশুত্ত্বের প্রাণ
আজকাল ভরে গেছে পৃথিবীর উদ্যান।
পথ ভ্রষ্ট জ্ঞানে-
উচ্চ শিক্ষিতরা নানান কুট কৌশল সাধনে
বঞ্চিত করে মানবতার ন্যায্য অধিকার
পিতা- মাতা চোখের অশ্রু জলে
সন্তানকে অভিশাপ দেয়- দু'হাত তুলে
বৃদ্ধাশ্রমে--
চারিদিকে অসংখ্যা তারকারাজি, সূর্য্টা নাই
এতো উচ্চ শিক্ষিত ! সু-শিক্ষাটা কোথায় ?
----------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment