আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

তোমার এ প্রস্থান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ০৮-১১-২০২২ ইং
*******************
কখনো একটা মৃত্যু ,একটা বিরহের হিমালয় !
কখনো চিতার লেলিহান শিখার যন্ত্রনাময়
এখানে শুধু শুন্যতা ! এখানে অগ্নিময় জ্বালা
কেউ আসে না ফিরে এ বিরহের খেলা
রক্তের এ শুন্যতা আকাশ দিয়েছে ডেকে
এতো ব্যদনা ! তবু কানে কানে কথা বল
চুপি চুপি ডাক দেও ভাই- কোথা থেকে ?
এতো অশ্রু ! এতো রক্ত ক্ষরণ !
আর কখনো হয়নি এমন রক্তের বাঁধন।
তুমি নেই তবু আছো ! খুব কাছে মনে হয়
শয়নে স্বপনে দিবা যামী কথা হয়, কথা কয়
তোমার এই অনন্তের প্রাণ
অনেক মিস করি, ভাল থেকো ভেঙ্গে অভিমান
তোমার এ প্রস্থান, একটা শুন্যতার হিমালয়!
একটা অগ্নি পর্বত হতে তপ্ত ঝড় বয় ।
---------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment