আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

তোমার ঝড়ে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ১৪-১১-২০২২ ইং
*******************
ঘূর্ণি ঝড় চলেগেছে দূরে- বহুদূরে !
তবু সমুদ্রের জল উত্তাল তোমার ঝড়ে !
ভিতরে রক্ত ক্ষরণের শব্দ, পাইনি ছাড়া
তুমুল বিদ্রোহ চলে—

ভালবাসার এতো ঝড় ! এতো যুদ্ধ!
চোখের আড়াল হলেও গভীরে নেচে উঠে
আঘাত করে শান্ত নদীর জলে
তুমুল ঢেউ খেলে, তুমুল ঝড় তুলে—--

ঘূর্ণি ঝড় চলেগেছে দূরে- বহুদূরে !
তবু ঝড় উঠে, ভয় ! অনেক ভয় !
কত আশ্রয় খুঁজেছি আকাশে গভীর নীলে
শুধু শুন্যতায় গিয়েছে ভরি প্রাণের নিখিলে
মুঢ় আতংক ভালবাসার মিছিলে—

ঘূর্ণি ঝড় চলেগেছে দূরে- বহুদূরে !
তবু সমুদ্রের জল উত্তাল তোমার ঝড়ে !
----------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment