আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

জীবন আজ রিক্ত
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-১১-২২ ইং।
*********************************
সেই চেতনা কি আজ শেষে নিঃস্ব ?
ক্ষুধাতুর নতজানু বাঙালির অশ্ব!
শাসকের শোসনে ঝড়ে পড়া রক্ত
চারিদিকে জীবন আজ উত্যক্ত ।

এখন আর সময় নেই নিশ্চুপ কাব্যের
কলম ধর গর্জে উঠো জনতা মুক্তির।
কিসের ভয়ে দিন কাটে নিত্য ?
ধ্বংস কর নিপাত করে ওইসব দুর্বৃত্ত।

দুর্নীতির অগ্রাসনে জীবন আজ রিক্ত,
চারিদিকে জনতা অশ্রুসিক্ত !
ক্ষুধাতুর নতজানু বাঙালির অশ্ব
সেই চেতনা কি আজ শেষে নিঃস্ব ?
------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment