আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

নেকড়েরা স্বয়ং এখন মেষপালকের বেশে #দেবাশিস বসু

#কবিতা
#নেকড়েরা স্বয়ং এখন মেষপালকের বেশে
#দেবাশিস বসু
#০৪/০৫/২০২০

যুদ্ধ শেষ
নেকড়েরা স্বয়ং এখন মেষপালকের বেশে

যুদ্ধ শেষ
বিধ্বস্ত সৈনিক এখন ঘর গোছাতে ব্যস্ত
ঘর গোছাতে ব্যস্ত
সেই সব সেনানী
যারা শস্ত্রের যোগান দেবে বলেছিল
ঘর গোছাতে ব্যস্ত
আত্মসমর্পণকারী শত্রুসেনাদল
কারণ
নেকড়েরা স্বয়ং এখন মেষপালকের বেশে

দু' চারটে যৌবন গলে গেছে
আঙ্গুলের ফাঁক দিয়ে গলে পড়া
সোনালী রোদ্দুরের মতো
আঙ্গুলের ডগায়
এখনো পোস্টারের কালির স্পষ্ট দাগ
কিউবিকলের একটা ন‍্যাপথিলিনও
চিরকালের মতো আলাদা করতে পারিনি
শুধু অ‍্যামোনিয়ার ঝাঁঝ
আর বেড়েছে বারুদ বাষ্প
কোনো বিপ্লব হয়নি
খালি ভিড় বাড়ানো সারিবদ্ধ গড্ডলের দল
আভূমি কুর্ণিশ করেছে গিলোটিনে
যুদ্ধ শেষ
নেকড়েরা স্বয়ং এখন মেষপালকের বেশে

মনে আছে মালবিকা,
এক মুখ যে দাঁড়ি
তোমায় বুর্জোয়া কলেজ ছাড়িয়েছিল
বলেছিল,'পোতাশ্রয়ের জাহাজ হবার জন্য তোমার জন্ম নয়'
কিংবা গা শিরশির করা রাতে
গ্রুপ মিটিংয়ের সুযোগ নিয়ে
যারা চেয়েছিল অর্ধেক শরীর
কাফকা কামু পাস্তেরনাক থেকে
চেকভ দস্তয়েভস্কি হয়ে
যে পথ শেষ হয়েছিল
নেরুদা নাজিম হিকমতের কারাগারে
যুদ্ধ শেষ
নেকড়েরা স্বয়ং এখন মেষপালকের বেশে

মনে আছে মালবিকা,
সেই জঙ্গলে অন্ধকার রাত সহস্র মশার কামড়ে
সাপ আর জোঁকেদের নিজস্ব বাসরে
মোমবাতির আলোয় নিষিদ্ধ বই
অথবা মুড়িবাদামের গ্রুপ মিটিংয়ের স্মৃতি
মনে পড়ে
শাড়ীর ভেতর লুকোনো পোস্টারের বান্ডিল
বৎসরান্তে বাড়ি ফেরা
মধ্যরাতে
এক ঝাঁক কুকুরের ডাক সঙ্গী করে
মায়ের সন্ত্রস্ত মুখ
আর মুঠোভর্তি লক্ষ্মীর নাড়ু
বেডরুম থেকে ভেসে আসা চাপা গজরানি
আর ঘুনধরা খাটে
পাশ ফিরে শোয়ার ক‍্যাঁচকোঁচ শব্দ

মনে পড়ে,
যেবার তুমি হাঁফাতে হাঁফাতে এসেছিলে
ভাঙা শিবমন্দিরের বটগাছের আড়ালে ,
অন্ধকারে শরীর লুকিয়ে
মহাকালের কালো রথ
পাশ দিয়ে ছুটে গিয়েছিল সশব্দে ,
সঙ্গে নিয়ে এক রাশ নাক-জ্বালানো ধুলো
বোতাম খুলে শুনেছিলাম ,
তোমার গোলাপী বুকে হাপরের শব্দ
পাঁজরের ওপরে স্পষ্ট ঘষার দাগ,
শিরাগুলো নীল হয়ে আছে ।

মালবিকা ,
এখন যুদ্ধ শেষ
সৈনিকেরা
যার যার নিজস্ব নিরাপদ আশ্রয়ে
নেকড়েরা স্বয়ং এখন মেষপালকের বেশে

দুঃখ কোরো না মালবিকা ,
কোনো সারমেয়
বিষাক্ত করবেনা তোমার সমাধিস্তম্ভ
এখন শুয়ে থাকো,তবে ঘুমিয়ে পড়ো না
তোমার গর্ভে এখনো আছে যে দেবশিশু
সেই বেজন্মারাই জন্ম দেবে
হয়তো নতুন বিপ্লব
হয়তো সেই মে ডের দিনে
আবার শহীদস্তম্ভ উপড়ে জেগে উঠবে তুমি

নতুন তুমি আর তোমার সবুজ পৃথিবী

Regards,
দেবাশিস বসু | debasisbasuroy1@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment