খোঁজে
পার্থদীপ সমাজদার 040420191403
পোঃ ডেঃ 09/04/2019
"""""""""""""""""""
হন্যে হয়ে খুঁজে চলেছি
এ পৃথিবী থেকে সে পৃথিবী-
অনেক কিছু শিখলাম –
অনেক কিছু দেখলাম
কারও বা অর্থ বুঝলাম
কারও অর্থ অবোধ্য দুর্গম'তায় আচ্ছন্ন-
হয় তো বুঝি আমারই বুদ্ধির ভুল কোথাও!
চৈতালী দুপুরের তীব্র গরমে,
কৃষক যেমন তৃষ্ণার্ত থাকে মাঠে-
একটু শীতল স্নেহ প্রেম'ময় জলের জন্য-
আমিও তেমনই তৃষ্ণার্ত এই পৃথিবীতে
একটু স্নেহ প্রেম অকৃত্রিম ভালোবাসার জন্য;
তৃষ্ণার্ত বুকে সাগরে ঝাঁপ দিয়েছে,
পেয়েছি বিষয়ের নোনতা স্বাদ,
নদীতে ঝাঁপ দিয়ে বিস্ময়ে বিমোহিত –
লালসা আর স্বার্থের মিষ্টি চক্রে,,,
সবুজ শ্যামল বন-ভূমিতে দেখেছি-
আত্ম প্রত্যয় আর প্রতিষ্ঠার লোভে-
নির্বাক গৃহ যুদ্ধ দুর্বলের প্রতি স'বলের!
দেখেছি স্নিগ্ধ শান্ত মলয় বায়ুর রুদ্র তাণ্ডব,
দেখেছি হিম শীতল মরুভূমির তপ্ত বালু'র বিস্ফোরণ,
কিন্তু ভালোবাসা কোথাও খুঁজে পেলাম না!
হিংসা আর লোভে উন্মত্ত পৃথিবী-
ছলে বলে কৌশলে অভিনয়ে-
স্বার্থের পাশা খেলা অবিরত সর্বত্র,
অভিনয়টা আজ পেশা বুঝি সকলের?
ভালোবাসা বা প্রেম তাই কল্পনার কল্প!
সত্যি এখানে কি ভালোবাসা বা প্রেম আছে?
যদি থাকে, তবে এতো হিংসা কেন সংসার সাগরে?
Regards,
পার্থদীপ সমাজদার | cap.samazdar@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment