আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

আর কত পেলে
------------------------------------কবি মোঃ আমিনুল এহছান
মোল্লা।
*****************************
আর কত পেলে তুমি ক্ষান্ত হবে হে লোভ ?
নির্লোভ যদি তোমাকে দেই থামবে কি ক্ষোভ?
নিয়ে নাও ধরনি আমার তবু দাও সুখ
কভূ চাই না দেখতে আমি পৃথিবীর দুঃখ

ওহে লোভ আর কত দূর তোমার সীমানা-
কোন তপস্যার ফলে এতো ছুটেছো অজানা ?
আজো খোঁজে পাইনি তো তোমার দিগন্ত
তবু প্রাণেরা, তোমার পিছুন পিছুন প্রাণবন্ত!

এতো কিছুর পরেও---
কি পেয়েছে তোমার মাঝে হে লোভ ?
তোমাকে পেতে মানুষের এতো বিক্ষোভ!
তুমি তো শুধু দিয়েছো অশান্তি এ পৃথিবী-
তবু প্রাণেরা দিনভর এঁকে যায় তোমার ছবি !

ওহে কবে মৃত্যু হবে তোমার বক্ষের আঁচলে ?
আমি তোমার পরাজয় চাই প্রাণের পলে পলে ।
আর কত পেলে তুমি ক্ষান্ত হবে হে লোভ ?
নির্লোভ যদি তোমাকে দেই থামবে কি ক্ষোভ?

-------------------------------------01-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment