আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

এক যুগের মলাটে
-------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
**************************
এক যুগের মলাটে চারিদিকে অন্ধকার আকাশ
প্রেমের আত্তারা হয়ে গেছে যেন নিষ্ঠুরতম ত্রাস
নৈতিকতা ঘুমিয়েছে- লজ্জা শব্দটি সে-ও ঘুমে'
নব নব হুজুগের ব্যাপ্তিতে গা ভাঁসিয়েছো তুমি ।

পরাজয়ে অনেক গভীরে চলে গেছো! সেই দূর কোন অচিন পারে
তুমি আজ পথহীন পথিকের মতো গোঢ় অন্ধকারে-
কেউ যেন তোমায় ঘিরে ঘাঁপটি মেরে আছে প্রাণে;
মনে হয় ‍তুমি যেন এমন কোন অশুভ শক্তির উদ্ভাবনে

শুভ প্রাণের দ্বারে দ্বারে-নব নব উদ্দীপনে অকূল আকাশে বাতাসে
তুমি ছাড়া আর কে আসে এই সরল যুগে অনায়াসে ?
এক যুগের মলাটে পৃথিবীতে অশুভ শক্তিরা ঘুরে ফিরে-
শুভ শক্তিরা পরাজিত সৈনিকের মতো গর্তে-মুক্তিরা দূরে, বহুদূরে—
----------------------------------15-04-2019, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment