মাহে রমজান দিয়েছে ডাক
---------------------------------কবি মোঃ আমিনুল
এহছান মোল্লা।
******************************
এই নিখিলের মাঝে,
বিধাতা দিয়েছে তোমারে-মুক্তির ঢাল সিয়ামের সাজে।
ওহে মুমিন বুকের পাঁজর করেছো কি ফাঁক ?
মাহে রমজান দিয়েছে ডাক, ওহে তোরা রোজা থাক ।
গোনাহর খোলসে থাকো যদি প্রাণ, মুক্তি পাওয়ার এইতো কাল!
ওহে মুমিন, ওহে মুসলমান, প্রতিদিন রোজা রাখ দল বল ।
এ যে ফরজ ফরমান মানবের তরে বিধাতার অভিপ্রায়;
ওহে মুমিন এর প্রতিদান পাবেই তুমি আপন করুনায় ।
এ পিঞ্জরের স্পন্দিত পথ দিয়ে রোজার আলোক মালা
ঢুকিয়েছো কি? ওহে মুমিন হারিয়ে যথ অশুরের খেলা !
এখনি এ প্রাণ উঠাও জেগে রাসূলের পথ ধরি,
ওহে মুসলমান রোজা রাখ ভাই জলদি করি ।
সেইদিন সুপারিশ করবে মাহে রমজান -আপনারই মহিমা টানি;
ওহে বিধাতা,
এই অবুঝ প্রাণের ম্পন্দনে এঁকে দাও রহমতের ছবিখানি ।
রোজার ফজিলত সেইদিন এসে দাঁড়াক মানবের তলে,
ওহে মাহে রমজান,
ফিরে এসো, তুমি ফিরে এসো প্রতিটি প্রাণে মুক্তির আদলে ।
ওহে মুমিন বুকের পাঁজর করেছো কি ফাঁক ?
মাহে রমজান দিয়েছে ডাক, ওহে তোরা রোজা থাক ।
---------------------------------------------08-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
Regards,
aminul | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment