৪৫ টাকা কেন ৫০ টাকা ?
-------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
************************
হায় রে চাঁদাবাজির দেশ,অযথাই করে ক্লেশ!
মূল্য যেখানে ৪৫ তার, আদায় করে নেয় পঞ্চশ ।
আন্তঃনগর ট্রেনের টিকেট গাজীপুর টু ঢাকা-
জানি সবে জানি ৫০ টাকা নয় ৪৫ টাকা
তবে কেন ৫ টাকা দিতে হয় বেশী ?
ওহে কে দিবে জবাব জনতার সম্মুখে আসি?
এ যেন এক অভিনব কৌশলে চাঁদাবাজি!
ওহে কর্তৃপক্ষ তুমি এসে দেখে যাও আজি-
তোমার সৈনিকেরা ওইখানে বসে করছেটা কি,
৫ টাকা বেশী দিলেই ট্রেনের টিকেট দেখি!
তুমিই বলো ৪৫ টাকা কেন ৫০ টাকা ?
আমি ন্যায্য মূল্য দিয়েই আসতে চাই ঢাকা ।
-----------------------------------03-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
Regards,
aminul | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment