আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

কবিতা: স্বপ্ন

গল্প, কবিতা, উপন্যাস, অনুবাদ, রহস্য, বিজ্ঞান, ইতিহাস, গণিত, সাইকোলজি, হেলথ, মোটিভেশনাল ও বই রিভিউ লিখুন সাহিত্য কণিকায়।


সপ্ন
স্বপ্ন জীবনের সম্বল,
স্বপ্ন জীবনের প্রেরণা,
স্বপ্ন জীবনের পরম পাওয়া
স্বপ্ন জীবনের সাধ,
স্বপ্ন বাস্তবতার গ্লানি,
স্বপ্ন আশাহত মানুষের কল্পনার সত্য বাণী,
স্বপ্ন অভুক্ত মানুষের মুখের হাঁসি,
স্বপ্ন বিভীষিকার কর্ণপাত,
স্বপ্ন বিবর্ণ সুখ,
স্বপ্ন কোলাহলের সাড়া,
স্বপ্ন গভীর রজনীর কান্না,
স্বপ্ন মাটিরচাপ,
স্বপ্ন একগুচ্ছ রঙ্গিন পানি,
স্বপ্ন চাওয়া পাওয়ার ছায়া,
স্বপ্ন সূর্যদয়ের আবাস,
স্বপ্ন বিজয়ের শক্তি,
স্বপ্ন মিথ্যার বিরুদ্ধে লড়াই,
স্বপ্ন আজকের সঠিক সিদ্ধান্ত,
স্বপ্ন বিরহী গাথা আঁখিজলের প্রিয় মানুষের নজর,
স্বপ্ন তেপান্তর 'এর' হাহাকার,
স্বপ্ন ভূষণ, স্বপ্নই খোঁরাক।

No comments:

Post a Comment