আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

সময়ের গুঞ্জন

গল্প, কবিতা, উপন্যাস, অনুবাদ, রহস্য, বিজ্ঞান, ইতিহাস, গণিত, সাইকোলজি, হেলথ, মোটিভেশনাল ও বই রিভিউ লিখুন সাহিত্য কণিকায়।



সময়ে গুঞ্জন কহে ফুরাইলো মোর সময় ।
 কহে নিশিথে দেখ দুরের ঐ চাঁদ ।
 রাতের অন্ধকারে কার হাত খানি ধরি ।
 ছারি কার হাত ।
দিবালোকে তুমি হারায়েছো মোর হাত ।
অশ্রু সজল চোখে তাকিয়ে ছিনু তোমার পানে ।
 দেখিনি কভু তোমার চোখে ।
ভালোবাসার কিঞ্চিত প্রান ।
একদা ফিরে এলে হায় ।
তুমি মোর ঘরে ।
 তাকিয়াছিলে তুমি আমারি পানে ।
 হারায়ে গিয়াছি আমি তখন অন্ধকারে ।
 চলিয়াছি আমি পথ অজানারে উদ্দেশ্য করে ।

No comments:

Post a Comment