দুষ্ট ঋতুর খেলা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ২৪-১০-২০২২ ইং
********************
মানুষেরা এখন বহুমুখী সাজে !
উলঙ্গ নির্লজ্জ ছুটিছে আপন কাজে।
প্রাণে প্রাণে এখন কুট ফন্দি চলে
অট্টহাসি হাসে, অধিকার কেড়ে নেয়
অর্থ্ বাহু বলে—
প্রাণে প্রাণে এখন দুষ্ট ঋতুর খেলা
উলঙ্গ নির্লজ্জ রূপ এ জগত মেলা।
মুখরিত তাগুদের নিষিদ্ধ গানে
লোভ মোহের পহাড়ে মগন ধ্যানে।
শরীরের অস্থি মজ্জায় নগ্নতার ঘটা,
যৌবনের উম্মুক্ত বিজলীর ছঁটা।
ধষর্ণের রক্তধারা যত্রতত্র পড়িছে ঝরি
পশুত্ত্বের হিংস্রতা নারী- নরে- ভরি।
--------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment