আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

মুখে যা অন্তরে নেই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৪-১০-২২ ইং।
***********************************
ওই যে মুক্তির ধ্বনি !
আরশ হতে এসেছে নশ্বর ধরণী
ঐশ্বরিক সংবিধান মুহাম্মদ (সাঃ) আনি
পবিত্র আল কোরআনের অমর বাণী।

যে বাণী বাজে শুধু বাজে
তৌহিদী প্রাণের তরঙ্গ মাঝে ।
বাতিল যারে ধরে এ বুকে
আবল তাবোল বলে সে মুখে।

এ বাণী যে প্রচার করে অন্তরে
সে প্রকৃত ঈমানদার
নাহি ডরে নাহি মরে
স্বরণ করে আল্লাহ তারে
ইহ পর সংসারে----

তবু মানুষ ভক্তি করে বাতিলেরে-
দুনিয়ার মোহে ক্ষমতার বিভোরে
ভুলে যায় কোরআনের সত্য পাঠ !
মুখে যা অন্তরে নেই জীবন পট।
--------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment