আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

হও যদি সেই শিহরণ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৭-১০-২২ ইং।
***********************************
ওই পাহাড়ে গোলাপ ফুটেছে,
আগুনের মতো লাল ! ও কি
ফুল না আগুন, ঠিক বুঝি না ।
কখনও শীতল কখনও তপ্ত
এগিয়ে গিয়ে পিছিয়ে আসি,
এ রূপ যে , এ ঘ্রাণ যে ছুঁয়ে যা্য়
ঠিক গভীরে. অতল গভীরে---
উঁচু বুক চিরে শুভ্র ঝর্ণা ধারায়
ধেয়ে আসে প্রবল ধেয়ে আসে
তরঙ্গ ফেনা
ভর দুপুরে গোলাপ ভেবে
ভালবাসার হাত রেখেছি
গোলাপ, তুমি এত সুন্দর ! এত কোমল !
হও যদি সেই শিহরণ, তবে
এই বেলায় আমি তুমি হারিয়ে যাব
অর্থে জলের তরঙ্গ খেলায়---
-------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmai.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment