আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

পথ ভুলেছে যাত্রী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৫-১০-২২ ইং।
***********************************
এখনো প্রাণে গভীর তমসা রাত্রি,
আলো পেয়েছে তবু পথ ভুলেছে যাত্রী ।
অন্তর গগণে ঘন কলো মেঘ
তাগুদের ঘূর্ণি তুফান বেগ।
ঐশ্বরিক আলো দেখি না অন্তর ভূমে
অন্ধকারে সবাই মগন গভীর ঘুমে।
অনেক গর্জ্ন শুনি !
চারিদিকে বাজে সত্যের ধ্বনি
অথচ নিজের মাঝে নেই সত্যের নিশান
তবু হকের কথা বলি, তবু তুলি শ্লোগান।
একি ছলনা নয় ?
একি নয় মুনাফিকের পরিচয় ?
কোথায় ঐশ্বরিক বাণী এ বুক গাঁথি ?
মুখে শুভ্র অন্তরে কালো আসন পাতি।
তাগুদের হাতে সঁপিয়া সব
ছলনার বেশে তুলি সত্যের রব।
এখনো প্রাণে গভীর তমসা রাত্রি,
আলো পেয়েছে তবু পথ ভুলেছে যাত্রী ।
--------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment