আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

ফরজ শিক্ষা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৫-১০-২২ ইং।
***********************************
কেহ স্ব-ইচ্ছায়, কেহ বা আধুনিকতার ছুঁয়ায়
সন্তানের ফরজ শিক্ষা ভুলে যায়, ভুলে যায় ।
হালাল-হারাম- নামাজ –রোজা- হ্বজ্জ -যাকাত
এ ফরজ শিক্ষায় পিতা মাতা করছে কষাঘাত।

সন্তানেরা আজ হারামের অনলে পুড়ে
অনৈতিক মঞ্চে মঞ্চে ছুটছে বিভোরে।
ওরা জানে না হালাল হারামের শিক্ষা-
নীতি নৈতিকতার দীক্ষা----

হে পিতা, হে মাতা কিসের এত ভয় !
এ সন্তান তোমাকে কাঠগড়ায় নিবে নির্ভ্য় !
এ পরাজয় তোমার , শুধুই তোমার-
কি জবার দিবে ওই আরশে আযীম দরবার ?

হে পিতা, সন্তান কে নীতি নৈতিকতা শিক্ষা দাও
হে মাতা, হালাল হারাম বুঝায়ে দাও
এ যে ফরজ শিক্ষা তোমারই বিদ্যালয়-
তুমি যে প্রথম শিক্ষক,প্রথম অভিবাবক এ ধরালয়।
------------------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment