আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

তুমি পরীক্ষিত
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৭-১০-২০২০ ইং

উৎসর্গ্ঃ জনাব, মোতাহার হোসেন মোল্লা।

**********************

তুমি পরীক্ষিত স্বপ্নের সাধক প্রাণ

মুক্তির শাস্ত্রে তোমার আছে অতুল জ্ঞান ।

তাইতো জনতা চায় তোমার উত্থান

সেবার ধর্মে হও ব্রত -এ জীবন



জন কল্যাণে আমৃত্যু গেয়ে যাও গান

মুক্তির শাস্ত্রে তোমার আছে অতুল জ্ঞান

নব নব ফুলে সাজাও হে বাগান

তুমি পরীক্ষিত স্বপ্নের সাধক প্রাণ ।



তুমি জনতার, জনতা তোমার ব্রত

এই হউক শ্লোগান চির সতত !!

জনতা তুমি মিলে প্রেমের সম্ভারে

দেশ সেবার গান গাও অমৃত সুরে---



তুমি পরীক্ষিত স্বপ্নের সাধক প্রাণ

মুক্তির শাস্ত্রে তোমার আছে অতুল জ্ঞান।

--------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminul.mollah1993@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment