আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

তুমি মা বলেই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ১৯-১০-২০২২ ইং
********************
এ এক দৃঢ় প্রেমের ঐশ্বর্য্য সম্ভারে-
তুমি ছুটিছো মা অটুট বাঁধনের নশ্বরে।
কোন অপূর্ণতা্ অতৃপ্ত নয় এ স্পন্দনে
তুমি যে মা অতুল্য প্রাণ সন্তানের বন্ধনে।

এখানে নেই কোন পরাজয় নেই কোন ক্লান্তি !
সন্তান হাসিছে তাই - এতো অনাবিল শান্তি ।
তুমি মা বলেই বসন্তের ফুল দেখ বাগানে
তুমি মা বলেই কোকিলের ডাক শুনো কানে।

পৃথিবী যেখানে অন্ধাকর, তুমি সেখানে আলো
এ ভালবাসার গগণে নেই কোন মেঘ কালো ।
তুমি মা বলেই এতো উৎসব, এতো আয়োজন
তুমি মা বলেই আজ হাসতে পেরেছে সন্তান।

তুমিই পৃথিবীর শ্রেষ্ঠ মা ! সন্তানের মন্দির।
তুমিই হৃদয়ের স্পন্দন ধ্বনি জগত সংসার।
এ এক দৃঢ় প্রেমের ঐশ্বর্য্য সম্ভারে-
তুমি ছুটিছো মা অটুট বাঁধনের নশ্বরে।
-------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment