আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

এ সততাই দিবে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২১-১০-২২ ইং।
***********************************
চাটুকার যেখানে মিথ্যের পদ্য লেখে
জ্ঞানী সেখানে জ্ঞান খাঁচায় রেখে
নির্দ্য় রায় লিখে শুন্য্ হিসেব কষে-
ন্যায় নীতি -নৈতিকতা পিষে-

যে আগে সে জিতে ওই এজলাসে
এখানে সমতা নেই, সততা নেই হরষে !
মিথ্যের পতাকা বীর দর্পে্ উড়ে
সত্যের পতাকা এখানে অনলে পুড়ে।

যদিও সত্য হেরেছ বিচারকের রায়ে-
এ বিজয় ক্ষণিকের, অবিনশ্বর ধেয়ে !
একটু অপেক্ষা করো হে অসহায়-
এ সততাই দিবে ওই মিথ্যেকে হারায়।
-----------------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment