আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

শুন্য গুহা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৭-১০-২২ ইং।
***********************************
ওদের শুন্য গুহা
ধন রত্নে ভরা আহা !
চুর চুর , চুর রে
দুর্ণিনীতি দিলো চুম রে—
তোরা কি ঘুম ঘুম- ঘুম রে !
স্বৈরাচার দোসর ধর রে ধর রে
ওইসব এলো মেলো চুল
ভুল ভুল করিস না আর ভুল
ওরা আধ ফোঁটা ফুল
ফুটবেনা কভূ এ কূল।
ওরা মিথ্যে কথনে মহা
ওদের শুন্য গুহা
ধন রত্নে ভরা আহা !
-----------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা্ | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment