আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

তোমার এ হাসিটা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ২৬-১০-২০২২ ইং
******************
তোমার এ হাসিটা এ আমারে ঘেরি
ব্যাকুল করে তুলে ভালবাসা হেরি ।
যে হৃদয়ে চাহি তোমারই চোখ পানে
অনুভবের তরঙ্গ তার স্বরূপ জানে।

আমার আমিতে নেই দিবস- যামী
জানি না কোন পুলকে এসেছো তুমি !
কোন শিহরণে তোমার এ অরূপ রূপ
যা দেখে আমি হই স্তব্দ জড় স্তুপ।

কেন তুমি এলে ? কেন গড়েছো চির-নিবাস!
এ হৃদয় তরঙ্গে নাহি তোমার বিনাশ।
তোমার এ হাসিটা এ আমারে ঘেরি
ব্যাকুল করে তুলে ভালবাসা হেরি ।
--------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment