আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

এদেশ উত্তপ্ত আজ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৯-১০-২২ ইং।
***********************************
এদেশ উত্তপ্ত আজ ! চারিদিকে গর্জ্ন- তর্জ্ন-
পালা বদলের হুঙ্কার প্রত্যহ,নিয়ত বজ্র আক্রমণ।
তবু মুক্তি নেই, নেই কোন স্বস্তির নিঃশ্বাস
ঘরে ঘরে জনতার নাভিঃশ্বাস---

মিছিলে মিছিলে রক্তের আল্পনা আঁকে
কানে বাজে আর্তনাদ সুর জনপদের বাঁকে
ওরা ক্ষমতা লোভী, শুধু জনতা ক্ষুধিত মজুর
এ মিছিল এ তর্জ্ন গর্জ্ন সবই ছদ্মবেশী সুর্।

এদেশের সম্মুখে আজ জনতার শত্রু !
এক কঠিন পথ---
ওরা যা বলে, যা করে এ এক ভ্রান্ত শপথ।
ক্ষমতায় যাওয়ার কঠিন প্রতীক্ষা শুধু-
জনতা বুঝে না বিষ ! ভাবে শুধু মধু।

এদেশ উত্তপ্ত আজ- নিয়ত যুদ্ধের ঘোষনা
ক্ষমতার যুদ্ধ ! শুরু হয়েছে দিন গোনা ।
অবরুদ্ধ জনতার হাত, হৃদয়ে রক্তের প্রসব
তবু স্বপ্ন দেখি- শুরু হউক বিজয়ের উৎসব ।
-------------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment