আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

লাল গোলাপ ফুল
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-১০-২২ ইং।
***********************************
আমি দেখলাম, লাল গোলাপ ফুল !
অপলক তাকিয়ে উড়াচ্ছে চুল !
এ কি সুরভী ! এ কি তার ডানা
রৌদ্রের আলোটা পড়তেই হেসে উঠল
রক্তিম হয়ে গেল চঞ্চলা শরীর উথরোল
মধুময় ধারা নেমে আসল
ঝর্ণা প্রবাহের মতো নদী সাগর জলে
সমুদ্রের তরঙ্গ সফেনে নৃত্য দোলে
আমি বললাম, এ কি শব্দ কল কল !
লাজুক হেসে এত কাছে ? এত ছল !
গোলাপ বলল, না না, এটা ঠিকই
এটা ভালবাসার স্বর্গিয় জল।
যেটা তুমি আমি ভালবাসি গভীর স্পন্দনে
এ সুবাস এ রূপ লাবন্য্ পুলক শিরহনে
লাল গোলাপ ফুল হয়ে এসেছি-
তোমাকে পেয়েছি- অফুরান ভালবেসেছি—
----------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment