আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

এ জীবন যখন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-১০-২২ ইং।
***********************************
এ জীবন যখন রৌদ্র উজ্জ্বল- ঝলোমল,
চারিদিকে ধেয়ে আসে কত না দল-বল।
অনেক ভালোবাসার চন্দ্রিমা তুলে প্রলয়
অন্ধকার গড়ে না বিরহী তপস্যার বলয়।
তখন মনে হয় এই পৃথিবী বড় মধুময়-
এ জীবন যখন অন্ধকার ঘোরে আচ্ছন্ন
সেইসব জোনাকী পোকারা হয় অবসন্ন
কোথাও নেই প্রেমের দূরন্ত উচ্ছল
কিসের জন্য এত ভালবাসা এত উচ্ছৃঙ্খল !
রাত্রি এলেই সব আলো হয় উধাও !
অন্ধকারে মানবতার স্পর্শ্ নেই কোথাও
এ জীবন যখন রৌদ্র উজ্জ্বল- ঝলোমল,
চারিদিকে ধেয়ে আসে কত না দল-বল।
--------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment