কান কথার টান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ২৪-১০-২০২২ ইং
********************
ছিল এমনই সত্যের বিজয় একদিন
বিচারকের মনে ছিল না কান কথার টান।
বিচার হত দৃঢ় সত্যের সিংহাসন
আজ কান কথা শুনে একি প্রহসন !
বিচারক বিচার করে কান কথা শুনে
সত্য এখানে অসহায় মিথ্যের প্লাবনে।
মিথ্যেরা বিজয় উল্লাসে করে যায় অপমান
সত্যেরা যায় ভেসে তরঙ্গের কলোতান।
হায় বিচার ! হায় বিচারক ! এ কোন সাজে ?
কান কথা শুনে শুনে নেই আর লাজে !
এ মিথ্যের বিজয় ক্ষণিকের !
এ প্রহসন হবে শেষ ! সত্য যে অনন্তের।
------------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment