আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

কুলুর বলদ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ২৫-১০-২০২২ ইং
******************
কে শুনে কুলুর বলদের হৃদয় ধ্বনি!
লোকে লোকান্তরে কাঁদে তার বাণী ।
সযত্নে সবে করে তারে হারা
এ নিখিল জীবন- মরণ ধারা।

যদিও সে অমৃতজ্যোতি আকাশ ঘেরি
সময় ফুরালে নেই কেউ আর হাত ধরি
সে এক কুলুর বলদ চির জনম লভে
রক্ত চুষে আনন্দের মাঝে এ ধরার সবে।

আপন আনন্দে বিরাম লভিয়া প্রাণ
জগত ভুলিছে তারে জীবনের শেষ প্রয়াণ।
কে শুনে কুলুর বলদের হৃদয় ধ্বনি!
লোকে লোকান্তরে কাঁদে তার বাণী ।
------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment