আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

অনুপমা সঞ্চারি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৯-০৯-২২ ইং।

***********************************

হে ব্যাকুল প্রাণের অনুপমা সঞ্চারি !

তুমি নহে শুধু জগতের অরূপা নারী ।



শত নরের কল্প বাসরে উথরোল উপমা

ফুলের মধুময় পাঁপড়ির সুবাসিত মহিমা

অশান্ত তরঙ্গ হতে বয়ে চলা সফেন–নদী

কখনো উত্তাল কখনো শান্ত আজোবদি--



কি এক রহস্য ঘেরা তোমাদের ভূষণ !

কে জেনেছে বলো ? কে বুঝেছে এ উত্তরণ !

কত বর্ণ, কত গন্ধ, কত রূপ চেতনা !

তবু নর ভালবাসে - খুঁজে নেয় প্রেষণা



শুধু তুমি বুঝনা শুধু তোমরা বুঝনা

এক নির্দ্য় অনলে কত নরের যাতনা।

নারীরে ভালবেসে নর খুলেছে আবরণ

হদয়ে হৃদয়ে করেছে স্বর্গিয় আলাপন।



হে ব্যাকুল প্রাণের অনুপমা সঞ্চারি !

তুমি নহে শুধু জগতের অরূপা নারী ।

----------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment