আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

অজেয় বীর
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৫-১০-২২ ইং।
***********************************
চির সত্যের সংগ্রামে অজেয় বীর !
সুন্নাহ'র পথ কোরআনের আলো এ নশ্বর।
ঈমানী প্রাণ সুঠাম শরীর
মুমিনের উত্থান ইহ পর প্রান্তর।

অতুল প্রখর তৌহিদী প্রাণ-
সদা গায় বিজয়ের জয় গান
কণ্ঠে বাজে আল্লাহু আকবার শ্লোগান
তুমুল যুদ্ধের উদ্যান----

ঈমানী শক্তির ভাষা দমেনা কভূ
বিজয়ের কবিতা লিখে যায় তবু।
যে মুসলিম সে বীর সে দুর্জ্য় !
সত্যের পক্ষে তার যুদ্ধ নির্ভ্য়।

ঈমানী শক্তির ঘন্টা বাজিল প্রাণে-
মুসলিম ছুটিল আল্লাহু আকবার শ্লোগানে।
ওরে ভয় নেই সত্যের পথ ধরি-
বিজয়ের নিশান দে গগণে ছাড়ি।
-----------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment