হে অনুপ্রেরণা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ২৬-১০-২০২২ ইং
******************
একটি অনুপ্রেরণার মাঝে হয় রোপণ
সেই অদম্য যুদ্ধের বীজ- বিজয় নিশান।
এখানে না থাকে কোন পরাজয়ের ভয় !
এখানে থাকে শুধু চির স্বপ্নের সূর্য্দয়—
শোক দুঃখ ব্যাদনা এখানে অস্তদয়-
যেখানে প্রেরণা, যেখানে সুন্দর হৃদয়
আলোকিত প্রভাতের সোনালী প্রেষণা
এখানে নেই কোন বিরহের যাতনা।
তুমি কি দিবে ? দিবে মোরে প্রেরণা !
তুমি যে মোর যুদ্ধের সোনালী প্রেষণা
এ প্রাণে চাহি না কোন ছেদ
যুগল ডানায় উড়ে যাবো নাহি করে ভেদ।
হে অনুপ্রেরণা ! হে মোর অদম্য গতি !
যে প্রাণে ভালবাসি তোমারে অতি।
সে প্রেরণার মাঝে হয় রোপণ
অদম্য যুদ্ধের বীজ- বিজয় নিশান।
-----------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment