অফিসের সেনাপতি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ২-১০-২০২২ ইং
****************
কি যে দুষ্ট চক্র হায় প্রাইভেট অফিসে !
কখন যে দুঃখ দিন আসে প্রহর শেষে।
এতো আলো তবু আঁধার আসি
সাধু সত্যেকে তুলে নেয় গ্রাসি।
ফাঁকিবাজ দুর্ণিনীতিবাজ প্রখর জ্যোতি !
চাটুকার মিথ্যেবাদী অফিসের সেনাপতি।
কোথায় এতো শ্রম কর্মনিষ্ঠ সাধন-ধন ?
কিসের অন্বেষণে বিচারক ধ্যানে মগন?
কান কথা শুনে শুনে মহদয় যত
সাধু সত্যকে করে যায় অপমান তত !!
হায়রে বিচার ! হায়রে প্রাইভেট অফিস।
যেখানে সেখানে অসাধুদের ফিস ফিস।
মহদয়গণের তবু হয় না হুশ !
চাটুকার ফাঁকিবাজ আপন স্বার্থে বেহুশ।
কি যে দুষ্ট চক্র হায় প্রাইভেট অফিসে !
কখন যে দুঃখ দিন আসে প্রহর শেষে।
----------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment