আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

আল্লাহু আকবার ! আল্লাহু আকবার !
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৪-১০-২২ ইং।
***********************************
নারায়ে তাকবির আল্লাহু আকবার !
আল্লাহু আকবার ! আল্লাহু আকবার !
এ এক মুমিনের গর্জ্ন দিদার লাভে
এ নহে কোন উচ্চারণ দুনিয়া লোভে।

এ এক তৌহিদী শ্লোগান মুমিনের মিছিল
আল-কোরআনের দীপ্ত মশাল
তাগুদের অগ্নি চুল্লি -মুমিনের শক্তি !
তবে ওরা নহে যারা বাতিলের ভক্তি ।

আল্লাহু আকবার ! আল্লাহু আকবার
যিনি সর্বশক্তিমান এক অধিশ্বর !
যারা মুনাফিক বেশে এ ধ্বনি যপে-দুনিয়া লোভে
ওরা নহে কো আল্লাহ'র দিদার পাবে।

আমি মুমিন ! আল্লাহ আমার ঈমান !!
আমার চির মুক্তি! আমার বজ্র উচ্চারণ-
আল্লাহু আকবার ! আল্লাহু আকবার !
আমি উঁচু শির নত করি তার দরবার।

যদি স্বার্থ্ হাছিলে লোক দেখানো হয় এ গর্জ্ন
তুমি তাগুদ, তুমি শয়তান, তুমি বেঈমান।
এ এক মুমিনের গর্জ্ন দিদার লাভে
এ নহে কোন উচ্চারণ দুনিয়া লোভে।
---------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment