আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

প্রকৃতির রানী সে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৪-১০-২২ ইং।
***********************************
শুভ্রতা হেরি শুভ্র হে নারী
কাশ ফুলে জাগিছে ওই সুন্দরী !

কি তার তরঙ্গ ! কি তার হাসি !
কেশ কালো উড়িছে শুভ্র শশী।

সমীরণ তরঙ্গে দোলে দোলে আসি
ডানা মেলে দেয় কো মুচকি হাসি

সিল্কি চুল তার কানে তার দুল
দু'চোখে ভাসে যেন প্রেমের ফুল-

ক্ষণে ক্ষনে ঢাকে তার সুন্দর মুখ
ভালবাসি উঁচু শির বলে তার বুক।

দু'হাতে শুভ্র কাঁশ ফুল তার-
প্রকৃতির রানী সে সব অন্তর ।

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment