আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

গোপন খনিজ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৫-১০-২২ ইং।
***********************************
গোপন খনিজের তরঙ্গ সবখানে
আগ্নেয়গিরির মতো অগ্নি প্লাবনে—
প্রবাহিত শহর গঞ্জ গ্রামে-
উত্তেজিত রক্ত দুষিত ঘামে।

গোপন খনিজের ভিতরটা উম্মুক্ত!
পোকা মাকড় জিন দানবেরা আসক্ত
শয়তানের ছোবল যে কত শক্ত
বুক চিরে চিরে খাচ্ছে রক্ত--

কত অসহায় অবোধ গোপন খনিজ !
সে বুঝেনা- পবিত্রতা হচ্ছে খারিজ ।
এ স্বাধীনতা – এ অধিকার
অস্থি মজ্জা ছেনে ছেনে খাচ্ছে শেয়াল কুকুর।

হে খনিজ ঢেকে যাও উম্মুক্ততা ছাড়ি
তুমি অসহায়, তুমি অবোধ উত্তরসূরী।
তুমি গোপন - তুমি আড়ালে সুন্দরী !!
এ রূপ এ সজ্জা সে তো নয় জাহেরী।
--------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment