আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

তুমি রং বদলেছো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১২-১১-২২ ইং।
*********************************
কখনো দেখিনি অবিচল জাতির দুঃসময়ে,
তুমি রং বদলেছো ক্ষমতা সংকটের ভয়ে !
অথচ দাবী কর তুমি এক শক্তি সুসংহত
জাতি বুঝেগেছে,
তুমি এক প্রতারক, মোনাবিক ছদ্মবেশী রত।
যেখানে স্বদেশ দুঃখ শোকে রক্তাক্ত আঘাতে
সেখানে তুমি একি বল পথে ঘাটে টক শোতে ?
নিজ স্বার্থ্ হাছিলে পরিপুষ্ট তোমার এ হৃদয়
তাই তুমি দেখনা জনতার পরাজয়-
জ্ঞান পাপীদের অগ্রাসনে নিন্দা ও অখ্যাতি
নিরপেক্ষতা নেই নিরপেক্ষ জ্ঞানের জ্যোতি!
এ কিসের ইঙ্গিত ?
এ কিসের সংকেত ?
বঞ্চিতের প্রাণ চেয়ে দেখ, রক্ত ক্ষরণে থরো থরো
যুদ্ধের মুক্তির সঙ্গে জনতার মুক্তিকে যোগ কর।
কখনো দেখিনি অবিচল জাতির দুঃসময়ে,
তুমি রং বদলেছো ক্ষমতা সংকটের ভয়ে----
---------------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment