আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

জনতার ঘোষনা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ১১-০৪-২২ ইং।
*********************************
উত্তেজিত জনতার ঘোষনা চারিদিকে-
এবার বিদ্রোহ হবে, তুমুল বিদ্রোহ লোকে
বিদ্যুৎ গ্যাস পানি দ্রব্য মূল্যের উবর্ধ্ গতি
মানি না -মানব না -এ স্বাধীন জাতি—

চারিদিকে জনতা ফিকে, বড় ফিকে
আর লুটেরাজদের অট্ট হাসি ওই দিকে-
আয়- ব্যায়ের হিসাব মেলে না আজ কাল
জীবন জীবিকায় বৈষম্যের দাবানল-

পকেট শুন্য ! স্পস্ট নয় মুক্তির আলো
স্বাধীনতা পদধূলিত !অধিকার কে থামালো !
ঘোর অন্ধকারে সিন্ডিকেটের ঐক্যতান
বাজারে আগুন-তবু নিশ্চুপ সিংহাসন।

উত্তেজিত জনতার ঘোষনা চারিদিকে-
এবার বিদ্রোহ হবে, তুমুল বিদ্রোহ লোকে ।
------------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment