আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

তোমাকে দেখতে দেখতে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ০৭-১১-২০২২ ইং
*******************
ভুলতে চাই প্রতিটি প্রহরে প্রতিটি প্রভাতে
কিন্তু তুমি ! বারে বারে ফিরে এসো কল্পনাতে
হৃদয়ের গভীরে তুমুল সংঘাতে—

তুমি ফিরে এসো কবিতায় নিস্তব্ধ নিঃঝুম
চুপি চুপি কথা বলো এ হৃদয়ে অবিরাম।
তন্দ্রাঘোরে অপলক দেখি চেয়ে চেয়ে
কি অপরূপা কবিতা তুমি স্বপ্নপথ বেয়ে।

যদি একটু ছঁয়া যেত, কাছে পাওয়া যেত
হয়তো হারিয়ে যেতাম কোন গভীর স্রোত!
আজ এ অশান্ত হৃদয়ের পথে
তুমি বারে বারে ফিরে এসো ব্যর্থ্ সংঘাতে।

তোমাকে দেখতে দেখতে
এ বক্ষ শিরে উপশিরে উঠেছে মেতে- তোমাকে পেতে।
ভুলতে চাই প্রতিটি প্রহরে প্রতিটি প্রভাতে
কিন্তু তুমি ! বারে বারে ফিরে এসো কল্পনাতে ।
-----------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment