আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

অবুঝ এক প্রাণের ঝড়ে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ০২-১১-২০২২ ইং
*******************
তুমি পুস্প !আমি ফুটি বৃন্তের অভ্যন্তরে
তুমি সৌরভ! আমি গন্ধ নেই যুগ - যুগান্তরে
তুমি মধূ ! আমি তৃষ্ণার্ত্ ভ্রমর ক্লান্ত দিনের পরে
অবুঝ এক প্রাণের ঝড়ে !

তোমার পুস্পিত বাগানে প্রতিদিন দেই সাড়া
বহু বিদ্রোহ আসে মনে তবু পাই না ছাড়া।
তুমি পুস্প ! কেন জানি উঠি মেতে-
আমার ফুলদানিতে প্রাণের উচ্ছাস পেতে।

কত ভুলতে চেয়েছি আকাশের গভীর নীলে
শুধু শুন্যতা অনুভব করেছি বিষাদ নিখিলে।
তবু তুমি প্রেমের তরঙ্গ হৃদয় মিছিলে-
ভালোবাসি, অনেক ভালোবাসি উথরোলে।

তুমি পুস্প !আমি ফুটি বৃন্তের অভ্যন্তরে
অবুঝ এক প্রাণের ঝড়ে !
কত ভুলতে চেয়েছি আকাশের গভীর নীলে
শুধু শুন্যতা অনুভব করেছি বিষাদ নিখিলে।
-----------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment