শুধু স্বার্থের জন্যে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১১-১১-২২ ইং।
*********************************
শুধু স্বার্থের জন্যে মিথ্যা বলছে মানুষেরা,
সম্মুখে সত্যের হাতছানি তবু নিশ্চুপ তারা।
সত্যেরা খুঁজে সহজ পন্থা এ মর্তলোক,
স্বার্থেরা জ্বলে দেয় দ্বন্দ্বের আগুন এ বুক।
শুধু স্বার্থের জন্যে মানুষেরা বলেনা হক কথা
মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে চায় যথা তথা—
মানুষের এরূপ বড় বেশী ভয়ঙ্কর !
তাদের সকাশে দেখি শুধু স্বার্থের শিবির।
মুক্তির প্রদীপ নিভে গেছে রৌদ্রজ্জ্বল দিনে
এখন মিথ্যেরা গর্জ্ন- তর্জনে
বীর দর্পে হয়েছে সমাজের পতি !
যার অগ্রাসনে সহজ সরলেরা হয় নতি।
-----------------------------------------
Regards,
ayaan | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment