আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

বিবর্ণ্ স্মৃতি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ০৭-১১-২০২২ ইং
*******************
এতো ভালবাসার পরেও ভিত্তি প্রতিকূল।
এতো করে বলার পরেও নিশ্চুপ বিপুল!
যদি ভাল নাই বাস তবে কেন অভিনয়?
বলে দাও নির্ভয়ে বলে দাও- বিদায়, বিদায়
আমি বুঝে নিব আমি চৈত্রের হাওয়ায়
অস্তমিত সূর্যের কোন অন্ধাকার ছায়ায়—
নাইবা কথা হল, নাইবা দেখা হল-
শুধু বল, একবার বল—
ধূসর কালো মেঘে ডাকা অসীম আকাশে।
এ শুধু ছলনার স্মৃতি বয়ে নিয়ে আসে-
তবু এ প্রাণের মর্মে প্রচ্ছন্ন জিজ্ঞাসা
সত্যি কি কখনো ভালবেসেছিলে ?
অজস্র অশ্রুজলে ভেসেগেছে বিপুল আশা !
তুমি শুধু বিবর্ণ্ স্মৃতি এ তপ্ত বুকে-
ছলনার মলিন হাসি ভালবাসার কৌতুকে।
----------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment