আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

চেতনার সূর্যটা জাগাও
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৪-১১-২২ ইং।
*********************************
জন অধিকারে আজ ছন্ন ছাড়া বাঁশি !
কণ্ঠে নেই মানবতার গান,নেই কোন অলোক শশী !
চৌদিকে ভূতঁরে অন্ধকার !
পথ ঘাট, বাজার বন্দরে জুলুম অত্যাচার।
দুর্নীতিবাজ লুটেরাজ ছেড়েছে জাহাজ
ঘরে ঘরে বিদ্যুৎ বিদীর্ণ হয় আজ।
মঞ্চে মঞ্চে বাজে শুধু মুক্তির ধ্বনি
কি যে বাচাল ! কি যে ছদ্মবেশী প্রাণী !
বোকা শুধু জনতা ! ত্যাগী শুধু জনতা
আর ওরা শুধু কুট কৈশলের প্রণেতা।
হে জাতি, যদি বাজে বিদ্রোহের তীব্র শাঁখ
এ মিছিলে কি আসবে না লাখে লাখ !
প্রতিবাদের মিছিলে কম্পিত হবে কি আকাশ !
তবে কেন ভীরু ! চিরকালে অন্ধাকারে বাস
এখন দেশ দ্রোহীদের মাতামাতি !
জুলম অত্যাচারে অতিষ্ঠ জাতি।
জেনে রেখো, এ মুক্তি নয় অসম্ভব
চেতনারসূ র্যটা জাগাও ,স্তব্ধ হবে সব কলরব।
-------------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment